ঢাকা: দুই তিন মাস ধরে এমপি আনারকে হত্যার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ। ঘাতকরা বিদেশের মাটিতে হত্যা করে লাশ গুম করার পরিকল্পনা করে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর মিন্টো রোডে ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার বিষয়ে সংবাদ সম্মেলনে এসব জানান ডিবি প্রধান। হারুন অর রশীদ জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে এমপি আনোয়ারুল আজীমের হাড় থেকে মাংস আলাদা করা হয়। মাংসে হলুদের গুড়া মিশিয়ে বিভিন্ন জায়গায় গুম করা হয়। তাই মরদেহ পাওয়া সহজ না। দেহাবশেষ খুঁজে বের করাই এখন মূল লক্ষ্য। তিনি জানান, মূল হত্যাকারী আমান। পরিকল্পনা শাহীনের। মাংস আলাদা আলাদা পলিথিনে নিয়ে এমনভাবে গুম করা হয় যেনো কখনো তার মরদেহ শনাক্ত করা না যায়। সরকারের কাছে অনুমতি নিয়ে প্রয়োজনে ভারতে তদন্ত করতে যাবে মহানগর গোয়েন্দা পুলিশ।
Discussion about this post