আন্তর্জাতিক ডেস্ক: কংগ্রেস এমপি ধীরাজ সাহুর উড়িষ্যা ও ঝাড়খন্ডে অবস্থিত অফিস থেকে ৩৫৪ কোটি রুপিই উদ্ধার হয়েছে । ন’টি আলমারিতে ঠাসা ছিল সেই রুপি। গত আট দিনে এগুলো উদ্ধার করা হয়। এখন স্বর্ণ ভান্ডারের খোঁজে তল্লাশি চলছে। সূত্র, আনন্দবাজার পত্রিকা। আয়কর দফতর সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ডে সাহুর লোহারডাগার বাসভবনে সেই ভান্ডারের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। মনে করা হচ্ছে মাটির নীচে সোনা, রুপো-সহ মূল্যবান ধাতু এবং গয়না লুকিয়ে রাখা হয়েছে। আর সেই ‘ভান্ডারের’ খোঁজে উন্নত মানের যন্ত্র ‘গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার’ (জিপিআর) নিয়ে এসে তল্লাশি চালানো হচ্ছে। সাংসদের রাঁচীর বাড়িতেও মাটির নীচে কোনও সম্পদ লুকোনো আছে কি না, তা চিহ্নিত করার জন্য এই জিপিআর যন্ত্র ব্যবহার করা হয়েছিল। গত বুধবার ( ১৩ ডিসেম্বর) থেকেই এমপি’র লোহারডাগার বাড়িতে তল্লাশি চালাচ্ছেন আয়কর কর্মকর্তারা। তাঁদের সঙ্গে সাহু পরিবারের তিন সদস্যও রয়েছেন। আয়কর দফতর সূত্রে খবর, যে বিপুল পরিমাণ টাকা সাহুর বাড়ি, অফিস এবং সংস্থা থেকে উদ্ধার হয়েছে, তাতে মনে করা হচ্ছে, এই সম্পদের শেষ এখানেই নয়। তাই মাটির নীচেও কোনও সম্পদ লুকোনো আছে কি না, তা পরখ করে নিতে চাইছেন তদন্তকারীরা।
Discussion about this post