ঢাকা: স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার রাতে চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব। প্রায় একমাস কারাভোগের পর স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Discussion about this post