বিনোদন ডেস্ক: লঞ্চ হয়ে গেল কিসি কা ভাই কিসি কী জান ছবির ট্রেলার। আর সেখানেই নিন্দুকদের কড়া জবাব দিলেন সালমান খান। অনেকেই তাঁকে ব্যঙ্গ করে বলেছিলেন তাঁর সিক্স প্যাক নাকি ভিএফএক্সের কামাল। সবটাই পোস্ট প্রোডাকশনের সময় করা হয়েছে। এবার সেটার সত্যতা সবার সামনে তুলে ধরলেন সালমান। এই ছবির অভিনেতা তথা প্রযোজক ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেই শার্ট খুলে দেখিয়ে দিলেন এটা কোনও ভিএফএক্সের ফল নয়। বরং তাঁর মেহনতের ফল। তাঁর এই কীর্তি দেখে অনুরাগীরা মুগ্ধ হয়ে যান। গলা ফাটান পছন্দের অভিনেতার কনফিডেন্স দেখে। এই প্রাচীন কৌশলটি জেনে আমি এক সপ্তাহে ছোট হয়েছি আমি আমার মায়ের কাছ থেকে এই সম্পর্কে শিখেছি, যিনি 20 বছরের ছোট দেখায়। এক সেকেন্ডে রক্তনালীগুলি পরিষ্কার করুন, চাপটি স্বাভাবিক হবে! উচ্চ রক্তচাপ কারা পায় তা পড়ুন. সাবধান হও কিসি কা ভাই কিসি কী জান ছবিটি আগামী ২১ এপ্রিল মুক্তি পেতে চলেছে। এই ছবির পরিচালনা করেছেন ফারহাদ সামজি। সালমন ছাড়াও এখানে পূজা হেগড়েকে দেখা যাবে। ঈদে মুক্তি পেতে চলা এই ছবির ট্রেলার সদ্যই লঞ্চ করল। এই ছবির ট্রেলার যখন মুক্তি পায় কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী বলেছিলেন ভিডিওতে দেখানো এই ৫৭ বছর বয়সী অভিনেতার টোন্ড বডি পুরোটাই ভিএফএক্সের কামাল। জিমের নয়। এরপর অভিনেতা ভরা অনুষ্ঠানে সবার সামনে নিজের শার্ট খুলে দেখিয়ে দিলেন সত্যিটা। বোঝালেন সবটাই তাঁর কষ্টের পরিণাম, কোনও টেকনোলজির নয়। আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তাঁর অনুরাগীরা এই ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইজানের সিক্স প্যাক অ্যাবসের রহস্য ফাঁস করতে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে সালমানের পরনে আছে কালো রঙের একটি শর্ট এবং প্যান্ট। তাঁর পাশে হলুদ রঙের একটি গাউন পরে দাঁড়িয়ে আছেন পূজা। দর্শকদের সঙ্গে কথা বলতে বলতেই আচমকাই শার্টের বোতাম খুলতে থাকেন অভিনেতা। বেশ কয়েকটি বোতাম খুলে তিনি সবাইকে তাঁর অ্যাবস দেখান। এরপর তাঁকে আবার তাঁর শরীর চর্চা এবং অ্যাবস নিয়ে ভক্তদের সঙ্গে কথা বলতে দেখা যায়। অভিনেতা এই প্রসঙ্গে বলেন, ‘তোমাদের মনে হয় পুরোটাই ভিএফএক্স দিয়ে হয়।’ তিনি জানান তাঁর এই সুঠাম দেহ তৈরি হয়েছে পুরোটাই জিমের কারণে। নিয়মিত শরীর চর্চার ফসল এটা। এক ভাইজান ভক্ত টুইটারে এই ভিডিও শেয়ার করে লেখেন, ‘একে বলে কনফিডেন্স। নিন্দুকদের ভুল প্রমাণ করে দিল। কোনও ভিএফএক্স নয়, স্রেফ বডি বিল্ডিং।’ কিছুদিন আগেও তিনি তাঁর এক শার্টলেস ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। বাড়িতে সোফায় ঠেস দিয়ে খালি গায়ে বসে থাকতে দেখা যায় সেখানে সল্লুকে। তাঁর শরীরের উপর পড়া আলোতে স্পষ্ট প্রতিটি অ্যাবস। ছবিটি পোস্ট করেছেন ভাইজান নিজেই। ক্যাপশানে লিখেছেন, ‘হয়তো ভালো লাগতে পারে, তবে এটা চিলিং কোনও ছবি নয়।’ এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে অভিনেতা তাঁর সুঠাম দেহের বিষয়ে জানান তিনি কীভাবে সেটাকে তৈরি করেছেন। বিশেষ করে এই ছবির শেষ ভাগের জন্য সেটাকে গড়ে তুলেছেন। অভিনেতা গোটা বিষয়টা নিয়ে মজা করতেও ছাড়েন না। বলেন, ‘সবটাই ডেঙ্গু আর কোভিডের যৌথ প্রচেষ্টায়!’ এই ছবিতে তাঁর সঙ্গে ভেঙ্কটেশ দাগ্গুবাতি, শেহনাজ গিল, জগপতি বাবু, ভূমিকা চাওলা প্রমুখকে দেখা যাবে।
Discussion about this post