আন্তর্জাতিক ডেস্ক: এবার যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি কার্গো জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড (সেন্টকম) এ তথ্য নিশ্চিত করেছে। গত নভেম্বর থেকেই ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত জাহাজে হামলা চালিয়ে আসছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বর হামলার প্রতিবাদেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি মালিকানাধীন জাহাজগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। জাহাজ কোম্পানি ঈগল বাল্ক জানিয়েছে, হামলার শিকার ওই মার্কিন জাহাজে স্টিলের মালামাল পরিবহন করা হচ্ছিল। সেন্টকম জানিয়েছে, লোহিত সাগরেও একটি ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন লক্ষ্যে হামলা চালানোর চেষ্টা করা হয়। তবে মার্কিন যুদ্ধবিমান ওই ক্ষেপণাস্ত্রে গুলি করে তা ভূপাতিত করেছে। হুথি বিদ্রোহীরা বলছে, লোহিত সাগরে ইসরায়েল এবং ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালানো হচ্ছে। তারা দাবি করেছে, গাজায় ফিলিস্তিনি এবং হামাস যোদ্ধাদের প্রতি সমর্থন প্রদর্শনের উদ্দেশেই তারা এসব হামলা চালিয়ে যাচ্ছে। এর আগে দক্ষিণ ইসরায়েলে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তাদের হামলায় অন্ত দুই ইসরায়েলি নিহত হয়েছেন। সোমবার মার্কিন নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগের দিনও দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এনিয়ে টানা দ্বিতীয় রাতে ইয়েমেনের বিভিন্ন শহর লক্ষ্য করে হামলা চালালো পশ্চিমা জোট। মার্কিন কর্মকর্তারও ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে ফের হামলার কথা স্বীকার করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
Discussion about this post