ঢাকা: নরসিংদীর পলাশে বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়লেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। পরে নেতাকর্মীরা তাকে টেনে তোলেন। বুধবার (২৯ মে) উপজেলার চরনগর্দীস্থ বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় এ ঘটনা ঘটে। বক্তব্যে ড. আব্দুল মঈন খান বলেন, ‘সরকার যতই গলাবাজি আর অস্বীকার করুক তারাই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। যারা সরকার পরিচালনা করছে তারা জনগণের তোয়াক্কা করে না। এজন্যই তৃতীয় ধাপেও সরকারের পাতানো প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ।’ পলাশ উপজেলা এবং ঘোড়াশাল পৌর বিএনপির আয়োজনে চরনগর্দীস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সভায় সভাপতিত্ব করেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে, এক জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর মঞ্চ ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল। সেসময় মঞ্চ ভেঙে পড়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
Discussion about this post