আন্তর্জাতিক ডেস্ক: এবার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের ইসলামাবাদ। মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে দেশটিতে। আজ শনিবার (১২ এপ্রিল) দুপুরের দিকে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। পাকিস্তানের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কম্পন দেশের রাজধানী ইসলামাবাদ ছাড়াও লাহোর, রাওয়ালপিন্ডি, পেশোয়ার, নওশেরা ও আরও অনেক ছোট-বড় শহর এবং গ্রামে অনুভূত হয়েছে। হঠাৎ এই ভূমিকম্পে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে ন্যাশনাল ভূমিকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ০ শতাংশ বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের বার্তাসংস্থা ডন এ। ডন এ প্রতিবেদনে অনুযায়ী, এখনও পর্যন্ত পাকিস্তান প্রশাসনের পক্ষ থেকে কোনও প্রাণহানির খবর পাওয়া যায় নি। এনএসএমসি জানিয়েছে, আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চলেও ৪.৩ মাত্রার একটি পৃথক ভূমিকম্পন অনুভূত হয়েছে।
Discussion about this post