ঢাকা: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর এবার তার ভাগ্নি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগের মামলার তদন্তে আসামি হিসাবে বক্তব্য দেওয়ার জন্য আগামী ১৪ মে তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে। গত ৭ মে দুদক থেকে পাঠানো নোটিশ সূত্রে জানা যায়, ধানমন্ডি আবাসিক এলাকা ও গুলশান-২ এর বাসার ঠিকানায় টিউলিপ সিদ্দিককে দুদকে তলবের চিঠি পাঠানো হয়েছে। এর আগে, গত ১৫ এপ্রিল অবৈধভাবে প্লট হস্তান্তরের ব্যবস্থা করিয়ে দিয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একটি মামলা করে দুদক।
Discussion about this post