বিনোদন ডেস্ক: অভিনেত্রী তাসনিয়া ফারিণকে নিয়ে পর্দায় আসছেন শরিফুল রাজ। আসছে কোরবানি ঈদে নতুন ছবি ‘ইনসাফ’-এ দেখা যাবে দুইজনকে। নির্মাতা সঞ্জয় সমদ্দারের পরিচালনায় এই ছবি। ১৮ এপ্রিল সন্ধ্যায় সম্পাদনার টেবিল থেকে একটি স্থিরচিত্র প্রকাশ করেন নির্মাতা। তাতে দেখা যায়, শরিফুল রাজ খালি গায়ে পেছন ফিরে বসে আছেন। পাশে অস্ত্রধারী বেশ কয়েকজন যুবক। স্থিরচিত্রটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ভাইরাল হয় এটি। সঞ্জয় বলেন, “কোরবানির ঈদে ‘ইনসাফ’ মুক্তি পাবে। একটি গানের শুটিং বাকি আছে। সেটির জন্য এফডিসিতে সেট নির্মাণের কাজ চলছে। আগামী সপ্তাহেই হবে শুটিং। সব ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহ থেকে ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করব।” শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ জুটির প্রথম চলচ্চিত্র ‘ইনসাফ’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম। এই ছবিতে তার চরিত্রটি নেতিবাচক হবে বলে জানা গেছে। এদিকে যদিও এখন পর্যন্ত ফারিণ-শরিফুল রাজ ‘ইনসাফ’ ছবি নিয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি।
Discussion about this post