বিনোদন ডেস্ক: প্রথম বার মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন বলিউডের প্রথম সারির নায়িকা আলিয়া ভাট। এবার অ্যাকশন থ্রিলার ছবি ‘হার্ট অফ স্টোন’-এর প্রথম ঝলক প্রকাশ্যে এল। যেখানে একেবারে অন্য রুপে ধরা দিয়েছেন আলিয়া। এই ছবির হাত ধরেই হলিউডে হাতেখড়ি হচ্ছে আলিয়ার। বলিউডের প্রথম সারির নায়িকার পাশাপাশি এই ছবিতে দেখা যাবে অভিনেতা গেল গ্যাডট ও জেমি ডরনানকে। গত শনিবার রাতে নেটফ্লিক্সে এই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। আগামী বছর নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি। ছবিতে সিআইএ এজেন্টের চরিত্রে দেখা যাবে অভিনেতা গেল গ্যাডটকে। তিনি বলেছেন, ‘হার্ট অফ স্টোন দুর্দান্ত হতে চলেছে। একেবারে অ্যাকশন থ্রিলারে মোড়া এই ছবি। এমনভাবে এই ছবি তৈরি করা হয়েছে, যাতে দর্শকরা বাস্তবের সঙ্গে মিল খুঁজে পান।’ ভারতীয় সিনে দুনিয়ায় এই ছবি ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে আলিয়ার জন্যই। অতীতে এই ছবিতে অভিনয়ের প্রসঙ্গে আলিয়া বলেছিলেন, ‘হলিউডে আমার প্রথম কাজ। ইংরেজি ছবি করার অভিজ্ঞতা। তার উপর আমি অন্তঃসত্ত্বা। চ্যালেঞ্জটা সেখানেই ছিল। কারণ, ‘হার্ট অব স্টোন’ অ্যাকশন ফিল্ম। দৌড়ঝাঁপ করতে হয়েছে। তবে ইউনিটের সবাই সব কিছু এত সহজ করে দিয়েছিলেন বলেই সম্ভব হয়েছে। নির্বিঘ্নে, আরামে কাজ শেষ করেছি। যে আতিথেয়তা ও যত্ন পেয়েছি, আমি কখনও ভুলব না।’
Discussion about this post