আন্তর্জাতিক ডেস্ক: মেরঠ শহরে অবিবাহিত যুগলের জন্য হোটেলের পর এবার অটোরিকশায়ও প্রেমের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শহরের কিছু অটোরিকশায় দেখা যাচ্ছে পোস্টার, যেখানে লেখা, “এখানে প্রেম চলবে না। এটি একটি ক্যাব, আপনার ব্যক্তিগত স্থান বা ওয়ো নয়। দয়া করে দূরত্ব বজায় রাখুন। সম্মান করুন, সম্মান পান।” এই পোস্টারের ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও আনন্দবাজার অনলাইন এ ধরনের পোস্টারের সত্যতা যাচাই করতে পারেনি। সম্প্রতি, জনপ্রিয় হোটেল বুকিং প্ল্যাটফর্ম ওয়ো (OYO) অবিবাহিত যুগলদের জন্য হোটেল বুকিংয়ের নিয়মে পরিবর্তন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, হোটেলে থাকতে হলে সম্পর্কের প্রমাণপত্র জমা দিতে হবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিক সমাজের প্রতিক্রিয়ার ভিত্তিতে এই নিয়ম চালু করা হয়েছে। মেরঠ থেকেই এই পরিবর্তনের সূচনা হয়েছে। উল্লেখ্য, ভারতে অবিবাহিত যুগলদের হোটেলে থাকার কোনও আইনি বাধা নেই। তবে সামাজিক এবং কিছু ক্ষেত্রে আইনি চাপে পড়ে অনেক হোটেলই এই সুযোগ বন্ধ রাখে। ওয়ো শুরু থেকেই এই নিয়মের ব্যতিক্রম ছিল। কিন্তু নতুন বছরের শুরুতেই সংস্থাটি তাদের নীতিতে পরিবর্তন আনে। প্রেমিক-প্রেমিকাদের জন্য এই নতুন বিধি নিয়ে মেরঠে শুরু হয়েছে বিতর্ক। অটোতে ‘প্রেম নিষিদ্ধ’ পোস্টার এবং ওয়ো-র নতুন নিয়মের মিল শহরে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
Discussion about this post