ঢাকা: জাতীয় পার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত রওশন এরশাদ নিতে পারেন না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। এসময় রওশন এরশাদকে দলের বাইরের লোক বলে আখ্যা দেন তিনি। বুধবার (১৩ ডিসেম্বর) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চুন্নু বলেন, রওশন এরশাদ দলের কেউ নন, সাংগাঠনিকভাবে তিনি কোন সিদ্ধান্ত নিতে পারেন না। দলের বিষয় বাইরে গিয়ে নালিশ করা কোন রাজনৈতিক সংজ্ঞায় পড়ে না। আওয়ামী লীগের সাথে আলোচনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে চুন্নু বলেন, ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের সাথে গতকাল রাতেও আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। নির্বাচন যতোই এগিয়ে আসবে, নির্বাচনমুখী দল হিসেবে ইসি ও আওয়ামী লীগের সাথে যোগাযোগ বাড়াবে জাপা। প্রধান পৃষ্ঠপোষক একটি অলংকারিক পদ দাবি করে জাপা মহাসচিব বলেন, এবারের নির্বাচন বিষয়ে রওশন এরশাদের কোন মন্তব্যই গুরুত্ব পাবে না।
Discussion about this post