ঢাকা: জোটগটগতভাবে এবারও নৌকা প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে ১৪ দলীয় জোট। তবে গতবারের চেয়ে দ্বিগুণ আসনে প্রার্থী দিতে চায় তারা। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর ইস্কাটনের বাসায় এক সৌজন্য সাক্ষাত শেষে এসব কথা জানান সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু। গত সংসদে ১৪ দলের ১০ জন সংসদ সদস্য ছিলো উল্লেখ করে ইনু বলেন, এবার দ্বিগুণ প্রার্থীর তালিকা দেওয়া হয়েছে আওয়ামী লীগকে। আলোচনা করে জোটের সব দলের সম্মান রেখেই ফলাফল আসার ব্যাপারে আশাবাদী তারা। ১৪ দলের প্রার্থীদের আসনে আওয়ামী লীগের কোনো হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী না থাকার ব্যাপারেও আলোচনা চলছে বলে জানিয়েছেন তারা।
Discussion about this post