বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাসের ব্যাগ চুরি হয়েছে। যা কিনা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ভেতরে হয়েছে। ব্যাগে দুটি মোবাইল ফোন, বাসার চাবি, ক্রেডিট-ডেবিট কার্ডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল অভিনেত্রীর। গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) এফডিসির ৭ নম্বর ফ্লোরে একটি অনুষ্ঠান থেকে এ ঘটনা ঘটার প্রায় এক সপ্তাহ পরও এখনো হারিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধার হয়নি। এদিকে এফডিসির মতো গুরুত্বপূর্ণ জায়গা সিসিটিভি ক্যামেরায় অন্তর্ভুক্ত থাকার পরও চোর শনাক্ত না হওয়ায় অনেকটাই বাজে অভিজ্ঞতার শিকার হয়েছেন এই জ্যেষ্ঠ অভিনেত্রী। বুধবার (২৪ আগস্ট) সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভেরিফাইড পেজে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন অরুণা বিশ্বাস। তিনি লিখেছেন, “আমার অভিজ্ঞতায় বলে, এফডিসির সিকিউরিটি গার্ডরা অবশ্যই জানে যে এফডিসির ভেতরে একটি সংঘবদ্ধ দল আছে, যারা চুরিগুলো করে। যদি সবাইকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে, আমার বিশ্বাস কিছু একটা ক্লু অবশ্যই পাবে।” এই অভিনেত্রী আরও লিখেছেন, “আমাদের নিজেদের প্রোগ্রামে এত বাইরের লোক কিভাবে আসে, আমরা কম-বেশী সবাই জানি। আমার যা ক্ষতি তা হয়তো আমি পূরণ করে নিতে পারব। কিন্তু ভবিষ্যতে এমন দুর্ঘটনা কারো যেন আর না হয়।”
Discussion about this post