ঢাকা: একদিকে এনসিপি নেতাদেরকে সাদরে গ্রহণ, অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল—এই দ্বিচারিতার ব্যাখ্যা চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের আয়োজিত এক মানববন্ধনে এ ব্যাখ্যা চান তিনি। তিনি বলেন, আপনারা কাদের প্রতিনিধিত্ব করছেন সেটা আমরা জানি না। এনসিপি যখন যমুনার দিকে গেল, তাদেরকে সাদরে গ্রহণ করলেন। আর জবি শিক্ষার্থীরা আবাসনের দাবি জানাতে গেলে তাদের উপহার দিলেন লাঠিচার্জ, টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড। এই বৈষম্য কেন? তিনি আরও বলেন, বর্তমানে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে রয়েছেন, তারা তো সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে পরিচিত। তাহলে এই বিভাজনমূলক আচরণ কেন? সাম্প্রতিক শাহরিয়ার সাম্য হত্যাকাণ্ড প্রসঙ্গে রিজভী বলেন, গত পরশু রাতে ছাত্রদল নেতা সাম্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিশ্চয়ই এর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। ঢাবি উপাচার্যের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন রিজভী। তিনি বলেন, ভাইস চ্যান্সেলরের কাছে গেলে তিনি বিরক্ত হয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন, ছাত্রদের ‘তুইতোকারি’ করেছেন। কারণ সাম্য ছাত্রদল করে।
Discussion about this post