ঢাকা: আওয়ামী লীগের দোসরদের মধ্যে রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শনিবার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নির্বাচন ও নতুন বাংলাদেশ শীর্ষক নাগরিক সংলাপে তিনি এ মন্তব্য করেন। আওয়ামী সিন্ডিকেটের কথা উল্লেখ করে তিনি বলেন, এখনো কেন মরিচের দাম সাতশ টাকা? তার মানে কি এখনো শেখ হাসিনা সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার দুই মাস পরও এই সমস্যা থাকার কথা না। জয়নুল আবেদিন বলেন, পূজায় যারা বিশৃঙ্খলা করছে তাদের বের করা কঠিন কিছু নয়। আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে এখনো এই সরকার অস্ত্র উদ্ধার করতে পারেনি। বাজারে যারা অস্থিরতা সৃষ্টি করে তারা হাজার জন না, তারা হাতে গোনা কয়েকজন। তাদের কেন নিয়ন্ত্রণ করতে পারছে না এই সরকার? বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজনকে বসিয়ে রাখা হয়েছে। নির্বাচন নিয়ে সরকারের স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত বলেও এ সময় মন্তব্য করেন তিনি। এই বিএনপি নেতা বলেন, ভারতের সঙ্গে ১৬ বছরে যত চুক্তি হয়েছে, সকল চুক্তি জনসম্মুখে আনতে হবে। নির্বাচন দেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সাথে থাকবে বিএনপি।
Discussion about this post