স্টাফ রিপোর্টার: রাজধানীর মুগদার মানিকনগর বালুর মাঠ এলাকার একটি বাসায় মোছাঃপলি আক্তার (২০) নামের এক গৃহবধুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। রবিবার(১৯ মে)মধ্যরাতে দিকে এই ঘটনাটি ঘটে।পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার(২০ মে) দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মুগদা থানা উপ-পরিদর্শক(এসআই)মোছাঃ আঙ্গুরা আক্তার সীমা জানান, আমরা খবর পেয়ে সকালের দিকে মানিকনগর বালুর মাঠ পাকার মাথায় কালামের ডেইরি ফার্ম এলাকার একটি বাসার নিজ রুমের শয়ন কক্ষে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। তিনি আরো জানান,আমরা তাদের স্বজনের মুখে জানতে পারি নিহতের স্বামী একজন রিক্সাচালক স্বামী-স্ত্রী পারিবারিক কলহের জের ধরে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানতে পারি। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের দুলাভাই আলমগীর হোসেন জানান পলির স্বামী রিকশাচালক ছিলেন পলি সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় স্বামীর অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানতে পারি।পলির হাসি নামের এক বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। সে কি করে তার মেয়েকে রেখে আত্মহত্যা করতে পারলো আমার তো এটা বুঝেই আসেনা।নিহতের গ্রামের বাড়ি,শেরপুর সদর জেলার সুতিরপার গ্রামের মোঃ সুজা মিয়ার মেয়ে,বর্তমানে সবুজবাগ মানিকনগর বালুর মাঠ পাকার মাথায় এলাকায় স্বামী হাসানকে নিয়ে ভাড়া থাকতো।নিহত দুই বোন সে ছিল ছোট।হাসি নামে এক বছরের কন্যার জননী ছিল তিনি।স্বামী রিক্সা চালক ছিলেন ।
Discussion about this post