স্টাফ রিপোর্টার: সোমবার জীবনে প্রথমবার বিধানসভায় পা রেখেছিলেন টলিউডের একসময়ের তুমুল জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানে অভিনেত্রী এসেছিলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা মানিকতলার বিধায়ক সাধন পাণ্ডের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে। প্রবীণ এই রাজনীতিকের পারিবারিক বন্ধু ঋতুপর্ণা। সোমবার নায়িকা যখন বিধানসভায় যান, তখন সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। তিনি ঋতুপর্ণাকে ডেকে সঙ্গে করে বিধানসভার ভেতরে নিয়ে যান। কিছু সময় তারা একান্তে কথাও বলেন। বের হতেই ঋতুপর্ণা পড়েন সাংবাদিকদের প্রশ্নের মুখে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কী কথা হলো তার? ঋতুপর্ণার জবাব, ‘আমি প্রথমবার বিধানসভায় এলাম। দিদি বললেন ভেতরে এসে একটু দেখে যেতে। ওঁনারও আজ খুব মনখারাপ। অনেক দিন পর দিদির সঙ্গে দেখা হলো। তাই বসে একটু কথা বললাম। আমাকে উনি খুব স্নেহ করেন। বললেন, তুমি এসে ভালো করেছো।’ ঋতুপর্ণা কি আগামীদিনে একসঙ্গে কাজ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? এই প্রশ্নের উত্তরে অবশ্য অভিনেত্রী সাফ জানিয়ে দেন, ‘না, এরকম কোনো কথা দিদির সঙ্গে হয়নি আমার।’
Discussion about this post