বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে আখের উদ্দিন (৪০) নামের একাধিক হত্যা মামলার এক আসামির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১টায় বগুড়া-নাটোর মহাসড়কের পাশে ওমরপুর সতীশ চন্দ্র কলেজ সংলগ্ন একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আখের উদ্দিন বগুড়া সদর উপজেলার চান্দপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। জানা যায়,সকালে স্থানীয় কয়েক জন কৃষক জমিতে গেলে সেখানে আখের উদ্দিনের গলাকাটা লাশ দেখতে পায়। পরে জমিতে গলাকাটা লাশ পড়ে আছে খবর লোকমুখে ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক লোকজন ভীড় জমায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। পরে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ পাঠানো হয়। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে পূর্ব পরিকল্পিতভাবে ডেকে এনে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত আখের উদ্দিন একাধিক হত্যাসহ বেশ কয়েকটি মামলার আসামি ছিলেন।
Discussion about this post