পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলা সদরে মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগ ও বিএনপি একই সময় একই স্থানে সভা ডাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে ইউএনও উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে। জানা গেছে, বিএনপি কেন্দ্র ঘোষিত তিনদিনের কর্মসূচিতে পটুয়াখালীর দুমকী উপজেলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও পটুয়াখালীর জেলা বিএনপির সাবেক সভাপতি এয়ার ভাইস মার্শাল আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশের আহ্বান করায় পর উপজেলা আওয়ামী লীগ একই স্থানে পাল্টা সমাবেশ আহ্বান করে। এই প্রেক্ষাপটে ইউএনও মো. আল ইমরান ১৪৪ ধারা জারি করেন। দুমকী থানার ওসি মোস্তাফিজ জানান, এখন পর্যন্ত পরিবেশ শান্ত আছে। কেউ যদি ১৪৪ ধারা ভঙ্গ করে পরিবেশ অশান্ত করার চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Discussion about this post