ঢাকা: অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।আইন উপদেষ্টা বলেন, “আদালত থেকে জামিন পেলেও একজন আসামিকে ১২টি ধাপ অতিক্রম করতে হয়। অনেক ক্ষেত্রে এসব ধাপে অর্থ খরচও করতে হয়। এই জটিলতা ও হয়রানি দূর করতে অনলাইনে জামিননামা প্রক্রিয়া চালু করা হচ্ছে। এতে একজন আসামি জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে এক ক্লিকেই তার জামিননামা সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে।”তিনি আরও জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিচার বিভাগের পৃথক সচিবালয় আইন, গুম প্রতিরোধ আইন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশোধনী আইন এবং মানবাধিকার সংক্রান্ত আইন প্রণয়ন সম্পন্ন করা হবে।
Discussion about this post