ঢাকা : ভিসানীতি ও স্যাংশনের বিষয় উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশিদের উদ্দেশ করে বলেছেন,ভিসানীতি-স্যাংশনের ভয় দেখিয়ে লাভ নেই ‘এই মাটি আমাদের, এসব ভয় দেখিয়ে লাভ নেই। বাংলাদেশের মানুষ জানে সিদ্ধান্ত নিতে।’ শনিবার আগারগাঁও পুরাতন বাণিজ্যমেলার মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ উদ্বোধন উপলক্ষে এই সুধী সমাবেশে আয়োজন করা হয়। এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে কাওলা অংশে এক্সপ্রেসওয়ের নামফলক উন্মোচন করেন ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী। পরে পৌনে ৪টার দিকে প্রধানমন্ত্রীর গাড়ি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা থেকে এক্সপ্রেসওয়েতে প্রবেশ করে। সেখানে টোলপ্লাজায় টোল পরিশোধ করে ফার্মগেট হয়ে আগারগাঁও পুরাতন বাণিজ্যমেলার মাঠে সুধী সমাবেশে যোগদান করে সমাবেশস্থলে এক্সপ্রেসওয়ের নামফলক উন্মোচন ও মোনাজাত করেন অংশ নেন। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। বঙ্গবন্ধুকে হত্যা করার পর এ জাতিকে ভিক্ষুকের জাতিতে পরিণত করেছিল। প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সালে বাংলাদেশ অন্ধকার ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আলোকিত করেছে। বাংলাদেশে এখন আলোর পথে যাত্রা শুরু করছে। আমাদের কাজ একটাই, মানুষের ভাগ্য পরিবর্তন করা। আমরা মানুষের ভাগ্য পরিবর্তন করতে এসেছি। আমরা বাংলাদেশকে আলোর পথে নিয়ে যেতে চাই এটাই আামদের লক্ষে। সরকারপ্রধান বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত আট লাখ মানুষকে ঘর করে দিয়েছি। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছি। এ দেশের একটা মানুষও গৃহহীন ভূমিহীন থাকবে না। আওয়ামী লীগের যে নির্বাচনী ওয়াদা ছিল সেটা বাস্তবায়ন করেছে। এক্সপ্রেসওয়ের উদ্বোধন করে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
Discussion about this post