স্পোর্টস রিপোর্ট: গত মৌসুমে করিম বেনজেমার পারফরমেন্সেই রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। এর ফলে উয়েফা বর্ষসেরার পুরস্কারটা যে তার হাতেই উঠছে তা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। বর্ষসেরার পুরস্কারেও অভাবনীয় কিছু ঘটেনি। পুরস্কারটি তার হাতেই উঠেছে। পুরো পুরস্কার বিতরণীতেই ছিল স্প্যানিশ ক্লাব রিয়ালের রাজত্ব। কোচ কার্লো অ্যানচেলত্তি জিতেছেন সেরা কোচের পুরস্কার। তবে রিয়ালের এই রাজত্বে বার্সেলোনাও কিছুটা ভাগ বসিয়েছে। সেরা নারী খেলোয়াড়ের পুরস্কারটা জিতেছেন অ্যালেক্সিয়া পুতেয়াস। করিম বেনজেমার সঙ্গে থিবো কোর্তোয়া আর কেভিন ডি ব্রুইনাও ছিলেন উয়েফা বর্ষসেরার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায়। তবে বাকি দুজন ধারে কাছেও যেতে পারবেন না বেনজেমার, বিষয়টা অনুমিতই ছিল। প্রথমবারের মতো পুরস্কারটা উঠেছে বেনজেমার হাতে। উঠবেই বা না কেন? চাপের মুহূর্তের একেকটা গোলই যে রিয়ালকে জিতিয়েছে লিগ আর চ্যাম্পিয়ন্স লিগের ডাবল! ফলে লা লিগায় ২৭ গোল আর চ্যাম্পিয়ন্স লিগে ১৫ গোল করা বেনজেমাই জিতেছেন পুরস্কারটা। প্রথমবার এই ট্রফি জেতে বেনজিমা বলেছেন, আমি ভীষণ আনন্দিত। এবারই প্রথম ট্রফিটা জিতেছি। তবে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হলো দলের জন্য ট্রফি জয়। আনচেলত্তি বিশ্ব সেরা কোচ। তিনি প্রতিটা খেলোয়াড়ের জন্যই সঠিকটা বেছে দেন। এনে দেন আত্মবিশ্বাস। প্রত্যেক ম্যাচের পূর্বে করণীয় বলে দেন তিনি।
এক নজরে উয়েফা বর্ষসেরা
পুরুষ খেলোয়াড়
করিম বেনজেমা (ফ্রান্স ও রিয়াল মাদ্রিদ)
নারী খেলোয়াড়
আলেক্সিয়া পুতেয়াস (স্পেন ও বার্সেলোনা)
পুরুষ কোচ
কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)
নারী কোচ
সারিনা ভেইগমান (ইংল্যান্ড)
প্রেসিডেন্ট’স অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা)
আরিগো সাচ্চি (ইতালি)
Discussion about this post