ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘উপযুক্ত ও যৌক্তিক সময়ে নির্বাচন হলে যে কোনো চ্যালেঞ্জ পূরণে সক্ষম হবে জাতি।’ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব মন্তব্য করেন। তিনি দাবি করেন, দেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সবার সহযোগিতা করতে হবে। মির্জা ফখরুল বলেন, ‘বিশৃঙ্খল জাতিকে ঐক্যবদ্ধ করার দিন ৭ নভেম্বর।’ দিনটির তাৎপর্য তুলে ধরে বিএনপি কর্মীরা সেই ইতিহাসকে সম্মান জানিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছে। ৭ নভেম্বর উপলক্ষে দলের জ্যেষ্ঠ নেতারা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে মহাসচিব মির্জা ফখরুল বক্তব্য রাখেন। আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের অভিযোগ এনে তিনি বলেন, আওয়ামী লীগ মানুষের অধিকার হরণ করে নিয়েছিলো। অধিপত্যবাদ এবং অগণতান্ত্রিক শক্তিকে রুখে দিতে বিএনপি তার আন্দোলন চালিয়ে যাবে। বিএনপি মহাসচিব বলেন, ‘আন্তর্জাতিক এবং জাতীয় পরিস্থিতি বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করা নিশ্চিত করতে হবে।’ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রত্যাশায় আগামীকাল রাজধানীর নয়াপল্টন থেকে একটি বড় র্যালি বের করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।
Discussion about this post