মোস্তাফিজুর রহমান সুজন (পটুয়াখালী) প্রতিনিধি: আসন্ন উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরেপক্ষ করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। সুতরাং মন্ত্রী-এমপিরা এনির্দেশ বাস্তবায়ন করতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান এমপি। শনিবার দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদের মাসিক সমন্ব সভায় এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, এই উপজেলা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ও সরকারের কিছু সুস্পষ্ট নির্দেশনা আমি আপনাদেকে দিতে চাই। শেখ হাসিনার নির্দেশ মোতাবেক আগামী উপজেলা নির্বাচন হবে সন্ত্রাসমুক্ত, ভয়ভীতি বিহীন উৎসব মূখর নির্বাচন। আমি যেহেতু জননেত্রী শেখ হাসিনার নিবেদিত কর্মী, তাই তিনি যেটা চায়, সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। সুতরাং আমার নির্বাচনী এলাকা কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ, নির্দলীয়। প্রশাসনের কর্মকর্তাদের কঠোর অবস্থানে থাকার পরিষ্কার নির্দেশনা আমাদের। যারা প্রার্থী হবে তাদেরকে আমি পরিস্কারভাবে বলতে চাই, ভোট দিবে জনগণ, তাই জনগণের ভালবাসা দিয়ে ভোট আনতে হবে। আওয়ামী লীগ সন্ত্রাস নির্ভর, মাস্তান নির্ভর রাজনীতি করেনা। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, আওয়ামী লীগ শেখ হাসিনার দল। আওয়ামী লীগ আদর্শের রাজনীতি করে। আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়ন করি। তিনি যেভাবে অবাধ সুষ্ঠু, স্বচ্ছ ও প্রভাবমুক্ত নির্বাচন দেখতে চায় তা বস্তবায়ন করি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post