দিনাজপুর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, আজকের প্রজন্ম আগামী দিনের রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব নিবে। দেশ পরিচালনার প্রধান শক্তি হলো শিক্ষা। শিক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। এই শিক্ষাকে তরান্বিত করে উন্নয়নের দারপ্রান্তে পৌছাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন। দেশের তৃণমুল পর্যায়ে শিক্ষার প্রতিভা আজ ঘরে ঘরে। তথ্য প্রযুক্তির এ যুগে দিনাজপুর হলি ল্যান্ড কলেজ যে দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের শিক্ষার আলোয় আলোকিত করছে, তা আজ দেশব্যাপী প্রশংসিত। দিনাজপুর আজ শিক্ষার নগরীতে পরিনত হয়েছে।আজ শুক্রবার সকালে দিনাজপুর হলিল্যান্ড কলেজ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন। আলোচনা শেষে ইকবালুর রহিম দিনাজপুর হলি ল্যান্ড কলেজ থেকে ২০২১ সালে এইচএসসিতে জিপিএ-৫ এ উন্নীত হওয়ায় বাক প্রতিবন্ধী শিক্ষার্থী হুমায়রা কাদেরীকে একটি ল্যাপটপ উপহার দেন। হলিল্যান্ড কলেজের চেয়ারম্যান প্রফেসর মোঃ আব্দুর রউফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক, হলিল্যান্ড স্কুলের সভাপতি সৈয়দ সায়েম আহমেদ মিঠু, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম প্রমুখ।
Discussion about this post