ঢাকা: উন্নয়ন কখনও গণতন্ত্রের বিকল্প হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানেএ কথা বলেন তিনি। গয়েশ্বর বলেন, দেশে উন্নয়নের নামে অর্থ লুটপাট হয়েছে। উন্নয়ন কখনও গণতন্ত্রের বিকল্প হতে পারে না। দেশ থেকে ১০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। দেশটা দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তিনি বলেন, দেশে কোনো আইনের শাসন নেই। দেশের মানুষ অভাব-অনটনে জড়সড়। এই অবস্থায় আন্দোলনের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেয়া হবে। গয়েশ্বর বলেন, এই সরকারের আমলে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও কেউ ভোট দিতে পারে না। তারা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বিএনপির আন্দোলন জনগণের সরকার প্রতিষ্ঠা করা, গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত করা, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।
Discussion about this post