ঢাকা: দেশের উন্নয়ন-অগ্রগতির পথে বাধা সাম্প্রদায়িক অপশক্তি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। শুক্রবার (১৭ মার্চ) ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন তিনি। হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। এই অগ্রগতির পথে বাধা সাম্প্রদায়িক অপশক্তি। তাদের পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। তাদের প্রতিহত করতে হবে। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সমস্ত অপশক্তিকে দমন করে, প্রতিবন্ধকতা উপড়ে ফেলে সোনার বাংলা বাস্তবায়নের শপথের দিন আজ।
Discussion about this post