বিশেষ প্রতিনিধি: রাজধানী খিলগাঁওয়ের উত্তর গোরান আইসক্রিম গলি এলাকা থেকে মোঃ হাবিবুর রহমান রুবেল (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করছে থানা পুলিশ। বুধবার (০১ মে) রাতের দিকে এই ঘটনাটি ঘটে। পরে মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার (০২ মে) সকাল সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে। খিলগাঁও থানার পুলিশের উপ -পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান জানান, আমরা খবর পেয়ে খিলগাঁও ৩৩৮/১ উত্তর গোড়ান সিপাহীবাগ আইসক্রিম গলিএলাকা থেকে তোষকের মোরানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আমরা সিআইডি ক্রাইমসিমকে খবর দিলে তারা প্রযুক্তি ব্যবহারে তার নাম ঠিকানা সনাক্ত করা হয়। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি অজ্ঞাত ব্যক্তিরা তাকে হত্যার পর তোষক দিয়ে মুড়িয়ে ঘটনা স্থলে ফেলে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার গোপালপুর গ্রামের আব্দুল ওহাবের সন্তান, বর্তমানে খিলগাঁও মেরাদিয়া কসাইবাড়ি পুরাতন কমিশনের ঘড়ি এলাকায় ভাড়া থাকতেন।
Discussion about this post