স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় এবার গণপরিবহনে চাঁদাবাজির অভিযোগে ৪ হিজড়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ সেপ্টেম্বর) উত্তরা ৭ নং সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার চার হিজড়া হলেন- মৌসুমি হিজড়া (৩২), অনিকা হিজড়া (১৯), তুলী হিজড়া (২৪) ও দুলী হিজড়া (২৫)। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতার হিজড়ারা দীর্ঘদিন ধরেই এই এলাকায় বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করতেন। তারা যাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করতেন। এমনকি দাবিকৃত টাকা না দিলে তারা কাউন্টার এবং গাড়িতে তাণ্ডব চালাতেন। তিনি বলেন, আজ সকালে অভিযুক্তরা উত্তরা ৭নং সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে এনা পরিবহনের ম্যানেজার জিয়াউল হকের কাছে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি দিতে অস্বীকৃতি জানালে তারা যাত্রীদের সঙ্গে অশোভন আচরণ শুরু করেন। মোহাম্মদ মহসীন বলেন, জিয়াউল হক তাদের ৫০০ টাকা দিতে রাজি হলেও হিজড়ারা দাবি করা টাকার জন্য অনঢ় ছিলেন। এক পর্যায়ে তারা জিয়ার পকেট থেকে ১০১০ টাকা ছিনিয়ে নেন এবং আরও ৪৯০ টাকার জন্য কাউন্টারজুড়ে হৈ হুল্লোড় করতে থাকেন। এসময় থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪ জনকে গ্রেফতার করে। জিয়াউল হক বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন। এর আগে গত ১৪ আগস্ট রাজধানীর উত্তরায় চাঁদার টাকা না দেওয়ায় এক নবজাতককে ছিনিয়ে নেওয়ার হুমকি দেওয়ায় চারজন হিজড়াকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
Discussion about this post