কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএনের সদস্যরা অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ মোহাম্মদ ইউছুফ নামের এক রোহিঙ্গাকে আটক করেছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ৯নং ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে আটক করে আটককৃত রোহিঙ্গা যুবক ১১ নং ক্যাম্পের ৫/সি ব্লকের ইমাম হোসেনের ছেলে মোহাম্মদ ইউছুফ(২৩)। ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান,পুলিশ পরিদর্শক (নি:) মুহাম্মদ ফয়জুল আজীম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ সোববার দিবগত রাত দেড়টার দিকে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-০৯ এর সি/০৫ ব্লকের মোহাম্মদ ইউছুফ (২৩) এর বসতঘরে অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবাসহ তাকে আটক করা হয়। জব্দকৃত মাদকসহ আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হবে বলে তিনি জানান।
Discussion about this post