নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে একটি বগির স্প্রিং সকাপ ভেঙে গেছে। আজ মঙ্গলবার (৪ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এই যান্ত্রিকত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ রয়েছে উওরবঙ্গের সঙ্গে ঢাকা, খুলনা ও রাজশাহীর রেল যোগাযোগ। জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে রাণীনগর স্টেশন ছেড়ে আত্রাইয়ের দিকে যাচ্ছিল। এ সময় রাণীনগরের বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির স্প্রিং সকাপ ভেঙে যায়। এতে ট্রেনটি মাঝ পথেই দাঁড়িয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর বিকল বগিটিকে রেখেই ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। ওই ট্রেনের ‘ক’ বগি উদ্ধারের জন্য সান্তাহার থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে যাওয়া হয়েছে। এতে এ রুটে চলাচলকারী সব ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে, বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ওই বগিটি বিকল হয়ে পড়ে থাকায় দুপুর সাড়ে ১২টার দিকে রাণীনগর স্টেশনে ঢাকাগামী চিলাহাট এক্সপ্রেস ট্রেন রাণীনগর স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
Discussion about this post