ঢাকা : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার (১০ জুলাই) তার বাসভবনে ব্রিফিং এর সময় এ শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয়, আনন্দ ভাগাভাগি করার শিক্ষা দেয়, প্রতিবেশী কিংবা অসহায়ের প্রতি উদারহস্ত হওয়ার দীক্ষা দেয়। তাই, সবাই মিলে আসুন ঈদের আনন্দ ভাগাভাগি করি।’ ওবায়দুল কাদের বলেন, আমরা একদিকে সবাই মানবিক কারণে বন্যার্ত মানুষের সহায়তায় আন্তরিক থাকব; অপরদিকে, করোনা সংক্রমণ রোধে থাকব সর্বোচ্চ সচেতন। আমরা এমন এক সময়ে ঈদ উদ্যাপন করছি যখন দেশের একটি এলাকার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। করোনার সংক্রমণের ঊর্ধ্বগতিও দৃশ্যমান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সামান্যতম অবহেলা, অসচেতনতা ও স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ দিতে না পারে, সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে।
Discussion about this post