ঢাকা:ঈদে নয়দিন ছুটি থাকলেও এ সময় অর্থনৈতিক স্থবিরতা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন। তিনি বলেন, ঈদের ছুটিতে বেশীরভাগ উপদেষ্টা ঢাকায় থাকবেন। কর্মকর্তা কর্মচারীরা ছুটিতে থাকলেও জরুরি প্রয়োজনে জুমে যুক্ত হয়ে কাজ করবেন তারা।বৃহস্পতিবার (২৭ মার্চ) ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এসব জানান।এদিকে, ঈদের ছুটিতে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি। ২৪ ঘণ্টা তারা সতর্কভাবে দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।স্বরাষ্ট্র সচিব বলেন, ফাঁকা ঢাকায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হবে। মহাসড়কের নিরাপত্তায় বিশেষ টহল ও নিরাপত্তা জোরদার করা হবে।
Discussion about this post