স্টাফ রিপোর্টার: ঈদের আগে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরে উঠতে পেরে আনন্দিত আরো ১৮ হাজার ৫০০ পরিবার। নিজস্ব বাসস্থানে ঈদ করবেন এ ভাবনাই তাদের আরো স্বস্তি দিচ্ছে। ভাগ্য আর প্রাকৃতিক দূর্যোগে যারা সব হারিয়ে নিঃস্ব হয়েছিলেন, হাসি ফুটেছে তাদের মুখেও। অনিশ্চিত এক ভবিষ্যৎকে বদলে দিয়েছেন তাই প্রাণভরে দোয়া আর কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ভোলার চরফ্যাশনের কচ্ছপীয়া আশ্রয়ন প্রকল্প সহ পুরো দেশে পঞ্চম ধাপের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পেয়েছেন ১৮ হাজার ৫৬৬ পরিবার। নানা পরিবেশে বেড়ে উঠা এসব পরিবারের সন্তানরা যাতে পথভ্রষ্ট না হয়, সে জন্য শিক্ষার পাশাপাশি রাখা হবে পর্যবেক্ষণে।
Discussion about this post