ঢাকা: ঈদুল আযহার সম্ভাব্য তারিখ জানিয়েছে আবহাওয়া অফিস। এ বিষয়ে জিলহজ মাসের চাঁদের গতিবিধি প্রকাশ করেছে সংস্থাটি। বাংলাদেশ আবহাওয়া বিভাগের দেয়া তথ্যমতে, শুক্রবার (৭ জুন) বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে আগামী ১৭ জুন বাংলাদেশে ঈদুল আযহা উদযাপিত হবে। ইসলামিক ফাউন্ডেশন জানায়, শুক্রবার মাগরিবের পরে জাতীয় চাঁদ দেখা কমিটি বায়তুল মোকাররমের কনফারেন্স কক্ষে এক বৈঠকে বসবে। বৈঠকে চাঁদ দেখা নিয়ে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঈদুল আযহার তারিখ ঘোষণা করা হবে। ইসলামিক শরীয়ত অনুযায়ী, চন্দ্র মাসের শুরুতে খালি চোখে চাঁদ দেখার বিধান রয়েছে। শুক্রবার যদি চাঁদ দেখা যায় তবে শনিবার (৮ জুন) বাংলাদেশে জিলহজ মাস শুরু হবে। এই হিসেবে ১৭ জুন (সোমবার) বাংলাদেশে ঈদুল আযহা উদযাপিত হবে। যদি এমনটি হয় তবে জিলকদ মাস ২৯ দিনে শেষ হবে। শুক্রবার যদি চাঁদ দেখা না যায় তবে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করবে। এমনটি হলে জিলহজ মাস রোববার (৯ জুন) শুরু হবে এবং মঙ্গলবার (১৮ জুন) ঈদুল আযহা উদযাপিত হবে।
Discussion about this post