নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার পৃথকস্থানে অভিযান চালিয়ে ৪৯৫ ইয়াবা ও ১৪০০ লিটার অবৈধভাবে আসা ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড হাতিয়া। এসময় ইয়াবাসহ এলাকার চিহ্নিত মাদক কারবারি নবীর উদ্দিনকে (৫৩) আটক করা হয়। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পৃথকস্থানে এ অভিযান চালায় কোস্টগার্ড। আটককৃত নবীর উদ্দিন হাতিয়ার চরকৈলাস এলাকার পাঁচবিঘা গ্রামের মৃত অলি উল্যার ছেলে। কোস্টগার্ড জানায়, গোপন সংবাদে বুধবার রাতে পাঁচবিঘা এতিমখানা এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি স্টেশন হাতিয়ার একটি দল। এসময় মাদক বিক্রিকালে ৪৯৫ ইয়াবাসহ নবীর উদ্দিনকে আটক করা হয়। তার বিরুদ্ধে হাতিয়া থানায় মামলা করা হয়েছে। অপরদিকে, বৃহস্পতিবার দুপুরে অবৈধভাবে ডিজেল আসার খবর পেয়ে হাতিয়ার নলচিরা ঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ডের একটি দল। অভিযানকালে ওই ঘাট থেকে ১৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় অবৈধ ডিজেল ব্যবসায়ী জব্দকৃত তেল উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post