ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানীসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এ মামলার অপর আসামি হলেন হাফেজ মাসুম বিল্লাহ। একই সঙ্গে এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১ মার্চ দিন ধার্য করা হয়েছে। ফলে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত। বিষয়টি নিশ্চিত করেছেন রফিকুল ইসলামের আইনজীবী মো. ফজলে রাব্বী। তিনি বলেন, তার বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। তবে তিনটি মামলায় জামিন পেয়েছেন তিনি। ২০২১ সালের ৭ এপ্রিল ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নেত্রকোণার নিজবাড়ি থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
Discussion about this post