ঢাকা: শান্তিপূর্ণ সমাবেশ করতে এসে এত ইট পাথর বিএনপি কোথায় পেল বলে প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শান্তিপূর্ণ সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারা। বৃহস্পতিবার (২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজের’র প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে এসব বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, সাংবাদিক, পুলিশ এবং হাসপাতালে হামলাকারীদের কোনোভাবেই রক্ষা হবে না। দেশের তথাকথিত সুশীল এবং আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো এ ঘটনায় চুপ কেন? ইসরায়েলিদের মতোই হাসপাতালে হামলা করেছে বিএনপি জামায়াত। তিনি বলেন, রোগী বহন করা অ্যাম্বুলেন্সকে ধাওয়া দেয়া কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না। অনেক গণমাধ্যম বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মসূচিকে আড়াল করার চেষ্টা করেছে। এসময় প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড বাস্তবায়নের দায়িত্ব গণমাধ্যম মালিকদের। তিনি বলেন, টেলিভিশন সাংবাদিকদেরও ওয়েজ বোর্ডে আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
Discussion about this post