কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ইলিশ প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞা পেছানোর দাবীতে সংবাদ সন্মেলন করেছে মহিপুর মৎস্য আড়ৎদার সমিতি মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার মহিপুর মৎস্য বন্দর আড়ৎদার সমিতিতে এ সংবাদ সন্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি দিদার উদ্দিন আহমেদ মাসুম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাধারন সম্পাদক রাজু আহমেদ রাজা, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস রেজা, মজনু গাজী সহ মৎস্য ব্যবসায়ীরা। সংবাদ সন্মেলনে দিদার উদ্দিন আহমেদ বলেন’ মা ইলিশের পেটে এখনো ডিম আসেনি। নদ-নদী কিংবা সাগর মোহনায় এখনো দেখা মিলছে না প্রজনন উপযুক্ত ইলিশের। অথচ মৎস্য অধিদপ্তর ২২ অক্টোবর থেকে ২২ দিনের ইলিশ শিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তা কাজে আসবে না বলে তিনি উল্লেখ করেন। ব্যবসায়ীরা নিষেধাজ্ঞার সময় আরও এক সপ্তাহ পিছিয়ে ৩০ অক্টোবর থেকে কার্যকরের দাবী জানান। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন’ জলবায়ু পরিবর্তনের প্রভাবে গভীর সমুদ্রে ইলিশের জীবন ধারায় পরিবর্তন এসেছে। এতে মা ইলিশ দেরীতে প্রজননের সক্ষমতা অর্জন করবে। এর আলোকে এক সপ্তাহ পিছিয়ে ২২ অক্টোবরের পরিবর্তে ৩০ অক্টোবর করার দাবী জানান। অন্যথায় ইলিশ প্রজনন রক্ষায় সরকারের এ পদক্ষেপ ব্যর্থতায় পর্যবসিত হবে বলে তারা মনে করেন।
Discussion about this post