ঢাকা: ইরান থেকে দ্বিতীয় ধাপে আরও ৩২ বাংলাদেশি দেশে এসে পৌঁছেছেন। আজ মঙ্গলবার (৮ জুলাই) বিমান যোগে তারা বাংলাদেশে এসে পৌঁছান। জানা গেছে, সড়কপথে তেহরান থেকে মাশহাদ শহরে যাওয়ার পর সেখান থেকে বিমান যোগে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ হয়ে ঢাকা পৌঁছান এই বাংলাদেশিরা। ইরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের এ প্রত্যাবাসন সমন্বয় করেছে । এছাড়া ৩০ জনের আরেকটি গ্রুপকে ১৩ জুলাই পাঠানোর প্রস্তুতিও নেয়া হচ্ছে। টিকেট প্রাপ্তি সাপেক্ষে তৃতীয় গ্রুপ ঢাকায় ফিরবে বলে জানিয়েছেন তেহরানে বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরী। তবে ইরানের বর্তমান পরিস্থিতি আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন করিম খান। তিনি বলেন, তেহরানে বিমানবন্দর এখনও চালু হয়নি। রাজধানী থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে মাশাদ শহর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে। সেখানে পৌঁছাতেও প্রায় ১৫ ঘণ্টা লাগতে পারে। সেজন্য ৬ জুলাই ৩২ জনের গ্রুপটি তেহরান থেকে রওনা হবে। এজন্য নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গেও আমরা যোগাযোগ করেছি।
Discussion about this post