আন্তর্জাতিক ডেস্ক: কিছুদিন আগে মাহসা আমিনি নামের এক ২২ বছর বয়সী তরুণী তার পরিবারের সঙ্গে ইরানের রাজধানীতে বেড়াতে আসে। গত মঙ্গলবার ধর্মীয় রীতি মেনে জনসমক্ষে হিজাব না পড়ায় তাকে পুলিশ ইউনিট গ্রেপ্তার করে। শুক্রবার তরুণীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এএফপি জানায়, গ্রেপ্তারের পর কোমায় চলে যায় মেয়েটি। শুক্রবার রাষ্ট্রীয় মিডিয়া তার মৃত্যুর সংবাদ জানায়। তার ‘সন্দেহজনক’ মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে তার পরিবার। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘দুর্ভাগ্যবশত, তিনি মারা গেছেন এবং তার মরদেহ মেডিক্যাল পরীক্ষকের অফিসে স্থানান্তর করা হয়েছে।’ ইরান ওয়্যার ওয়েবসাইট এবং শার্গ সংবাদপত্রসহ ফার্সি ভাষার মিডিয়া তার পরিবারের উদ্ধৃতি দিয়ে বলেছে, পূর্বে সুস্থ আমিনীকে গ্রেপ্তারের কয়েক ঘন্টা পরে কোমায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং এখন তার মৃত্যু হয়েছে। পুলিশ স্টেশনে পৌঁছানো এবং হাসপাতালে যাওয়ার মধ্যে কী ঘটেছিল তা এখনও স্পষ্ট নয়। ইরানে লঙ্ঘন পর্যবেক্ষণকারী ১৫০০তাভসির চ্যানেল বলেছে, তার মাথায় আঘাত লেগেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা গেছে, যে হাসপাতালে তার চিকিৎসা দেওয়া হচ্ছে তার বাইরে লোকজন জড়ো হচ্ছে। পুলিশ জড়ো হওয়া কয়েক ডজন লোককে ছত্রভঙ্গ করতে চাইছে। তেহরানে সন্ধ্যার পর জনগণকে ক্রুদ্ধভাবে শাসক বিরোধী স্লোগান দিতে দেখা গেছে।
Discussion about this post