ঢাকা: হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ মে) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তার মাধ্যমে এই তথ্য জানানো হয়। ইরানের প্রথম উপ রাষ্ট্রপতি মোহাম্মদ মোখবারকে উদ্দেশ্য করে লেখা শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ানের মৃত্যুতে আমি শোকাহত। এই সঙ্কটাপূর্ণ মুহূর্তে আমি ইরানের সরকার ও দেশবাসীর প্রতি সহমর্মিতা জানাচ্ছি। প্রেসিডেন্ট রাইসিকে বিজ্ঞ শাসক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি স্বার্থহীনভাবে ইরানের মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি একজন গুরুত্বপূর্ণ বিশ্ব নেতা ছিলেন এবং তার অবদান বহুদিন আমাদের মনে থাকবে। শোকবার্তায় প্রধানমন্ত্রী বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও নিহতদের পরিবারকে সাহসের সাথে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান।
Discussion about this post