আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের মধ্যাঞ্চলীয় প্রদেশ কারবালায় একটি মাজারে ভূমিধসে অন্তত ৫ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবার ওই মাজারে ভূমিধসের ঘটনা ঘটে। ভূমিধসের কারণে মাজারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে ছয় জনকে জীবিত উদ্ধার করেছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ইরাকের দমকল বাহিনী জানিয়েছে, আর্দ্রতার কারণে ভূমিধসের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Discussion about this post