আন্তর্জাতিক ডেস্ক: এবার ইয়েমেনে হামলা চালিয়ে ফিরে আসার সময় সাগরে তলিয়ে গেছে মার্কিন এক যুদ্ধবিমান। মার্কিন নৌবাহিনীর কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সোমবার (২৮ এপ্রিল) ভোরে ইয়েমেনে হামলা চালিয়ে ফিরে এসে বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানে নামতে গিয়ে যুদ্ধবিমানটি সাগরে পড়ে যায়। যদিও পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। এদিকে এই ঘটনার পর মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান বিমানবাহী রণতরীতে অবতরণের সময় যুদ্ধবিমানটি সমুদ্রে পড়ে এবং হারিয়ে যায়। এ ধরনের ঘটনা এটাই প্রথম। জানা গেছে, যুদ্ধবিমানটি ৬০ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের ছিলো। এ বিষয়ে এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ঘটনাস্থল থেকে পাওয়া প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে যে, ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত এড়াতে রণতরী হ্যারি এস. ট্রুম্যান হঠাৎ দ্রুত বাক নেয়। যার ফলে যুদ্ধবিমানটি পানিতে পড়ে যায়। সিএনএনের প্রতিবেদন মতে, সোমবার ইয়েমেনে মার্কিন বিমান হামলার পর হুতি বিদ্রোহী গোষ্ঠী বিমানবাহী রণতরীতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে সেগুলো রণতরীতে আঘাত হেনেছে কি না তা স্পষ্ট নয়। একজন নাবিক সামান্য আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, প্রায় ১৫ মাসের সংঘাতের পর চলতি বছরের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর হুতিরাও হামলা স্থগিত করে। যদিও ইসরায়েল গত মাসে নতুন করে গাজায় হামলা শুরু করলে হুতিরা আবারও ইসরাইল ও সাগরে পশ্চিমা জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে। এই হামলায় দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এর পাশাপাশি বেসামরিক মানুষ হতাহতের পরিমাণও বাড়ছে।
Discussion about this post