আন্তর্জাতিক ডেস্ক: হর্ন অফ আফ্রিকা থেকে আগত অন্তত ৩৮ জন অভিবাসী ইয়েমেনের এডেনে নৌকাডুবির ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় ৭৮ জনকে জীবিত উদ্ধার করা গেলেও নৌকায় থাকা ১০০ জন এখনো নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (১১ জুন) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জীবিত উদ্ধারকৃতরা জানিয়েছেন, নৌকাটিতে প্রায় ২৫০ জন অভিবাসী ছিলো। প্রবল বাতাসের কারণে তাদের বহনকারী নৌযানটি ডুবে যায়। বিবিসির সেই প্রতিবেদনে আরও বলা হয়, রুদুম জেলার পরিচালক হাদি আল-খুরমা জানান, এডেনের পূর্বে শাবওয়া গভর্নরেটের তীরে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে যায়। তিনি আরও বলেন, স্থানীয় ৭৮ জুন বাসিন্দাকে উদ্ধার করা গেলেও প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন অভিবাসী। নিখোঁজ ১০০ জন অভিবাসী উদ্ধারে চলছে অনুসন্ধান। এডেনের পূর্ব রুদুমের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটিতে থাকা বেশির ভাগ অভিবাসী ইথিওপিয়ার বাসিন্দা। তারা বেশিরভাগই উপসাগরীয় রাজ্যগুলিতে পৌঁছানোর জন্য ইয়েমেনকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে। জাতিসংঘের এক তথ্যমতে, হর্ন আফ্রিকা থেকে গত বছর ৯৭ হাজার অভিবাসী ইয়েমেনে এসেছে।
Discussion about this post