স্টাফ রিপোর্টার (বরিশাল): জেলার গৌরনদী উপজেলার মৈস্তারকান্দি গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ ঘটনায় মামলা দায়েরের পর আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া জানান, সোমবার দিবাগত রাতে মৈস্তারকান্দি গ্রামের শাহিন মাঝির বাড়িতে সেনা বাহিনী ও থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় মাদক সম্রাট শাহিন মাঝির কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত শাহিন ওই গ্রামের সিরাজ মাঝির ছেলে।একই অভিযানে ওই গ্রামের সুবল মন্ডলের ছেলে সুভাষ মন্ডলকে ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
Discussion about this post