ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় ৭৫০ পিস ইয়াবাসহ রবিউল ইসলাম শেখ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার রবিউল ইসলাম শেখ একই ইউনিয়নের খোয়াড় গ্রামের মোফাজ্জেল শেখের ছেলে। ডিবির ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নে গৌড়দিয়া বাজারের একটি পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মাদক আইনে একটি মামলা দায়ের শেষে সোমবার দুপুরে জেলা আদালতে পাঠানো হয়।
Discussion about this post