বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরে বোয়ালমারী উপজেলায় ইয়াবাসহ আশরাফুজ্জামান জোহা (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। জোহা ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক। তিনি একজন চিহ্নিত মাদককারবারি বলে জানিয়েছে পুলিশ। আটক ছাত্রলীগ নেতাকে রবিবার দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাত ১১টার দিকে উপজেলার মহিশালা এলাকা থেকে ৩২টি ইয়াবাসহ তাকে আটক করে পুলিশ। তিনি ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধুপাডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর হোসেন জাকিরের ছেলে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এসআই বাবুল এর নেতৃত্বে উপজেলার সাতৈর ইউনিয়নের মহিশালা ব্রিজ এলাকা থেকে মাদকদ্রব্য বহনকারী একটি মোটরসাইকেল-সহ তাকে আটক করে বোয়ালমারী থানা পুলিশের একটি টিম। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সে একজন চিহ্নত মাদককারবারি, ২০১৮ সালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে মাদকসহ গ্রেপ্তার করে। তার এ ব্যবসার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Discussion about this post