স্পোর্টস রিপোর্ট: ইমার্জিং টিমস এশিয়া কাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ ‘এ’ দল। শুক্রবার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে হংকংকে ৫ উইকেটে হারিয়েছে তারা। আগে ব্যাট করে হংকং নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে করে ১৫০ রান। জবাবে ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান তুলে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ ‘এ’ দল। ডানহাতি পেসার রিপন ম-ল দুর্দান্ত বোলিং করেন এবং ইনিংসের তৃতীয় ওভারেই জোড়া উইকেট শিকার করেন। ৯ রানে ২ উইকেট হারালেও তৃতীয় উইকেটে ৬৫ রান যোগ করে ভালো সংগ্রহের ভিত পেয়ে যায় হংকং। তবে টি২০ অভিষেক হওয়া বাঁহাতি স্পিন অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি ২০ বলে ১ চার, ১ ছয়ে ২৫ রান করা নিজাকত খানকে বোল্ড করে দেন। এরপর একপ্রান্তে বাবর হায়াত একাই লড়েছেন। তিনি ৬১ বলে ২ চার ৭ ছক্কায় ৮৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। ফলে ৮ উইকেটে ১৫০ রানের লড়াকু পুঁজি পায় হংকং। ৪ ওভারে ২৪ রানে ৪ উইকেট নেন রিপন। জবাব দিতে নেমে ৩২ রানের উদ্বোধনী জুটি গড়ে আরেক টি২০ অভিষিক্ত জিশান আলম সাজঘরে ফেরেন (১১)। সাইফ হাসানও ৫ এবং পারভেজ হোসেন ইমন ২৬ বলে ১ চার, ২ ছক্কায় ২৮ রানে বিদায় নেন। ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর চতুর্থ উইকেটে মাত্র ৩২ বল থেকে ৫৪ রানের জুটি গড়েন তাওহিদ হৃদয় ও আকবর আলী। তাওহিদ ২২ বলে ২ চার, ১ ছয়ে ২৯ রানে বিদায় নেন। এরপর আকবর ২৪ বলে ৪ চার, ৩ ছক্কায় ৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। শামীম হোসেন পাটোয়ারী ১৫ বলে ১ ছক্কায় ১৯ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ১০ বল আগেই ৫ উইকেট হারিয়ে ১৫১ রান তুলে জয় পায় বাংলাদেশ ‘এ’ দল। অফস্পিনার এহসান খান ৪ ওভারে ১২ রানে ৩ উইকেট নেন।
Discussion about this post